পটুয়াখালী পৌরসভার উন্নয়নে প্রায় ১৯২ কোটি টাকার বাজেট ঘোষণা

পটুয়াখালী পৌরসভার উন্নয়নে  প্রায় ১৯২ কোটি টাকার বাজেট ঘোষণা
রিপন কু. দাস,পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভাকে আধুনিক, দৃষ্টি নন্দন ও বসবাস যোগ্য গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০২৩-২৪ অর্থ বছরে একশ একানব্বই কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
শনিবার (১৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মহিউদ্দিন আহমেদ।
 
বাজেট ঘোষণা পর্বে তিনি বলেন,পটুয়াখালী পৌরসভাকে আমরা দৃষ্টি নন্দন পৌরসভায় রুপান্তর করার চেষ্টা করেছি এবং তার কিছু প্রমান আমি ইতিমধ্যে দেয়ার চেষ্টা করেছি বা আপনারা দেখেছেন।
পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থা,রাস্তাঘাট এবং অন্যান্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। ইতিমধ্যে পটুয়াখালী পৌরসভা সারা দেশের মানুষের কাছে সুনাম অর্জন করেছে। আমাদের পটুয়াখালী দেখতে এখন দেশ বিদেশের মানুষ ঘুড়তে আসছে। এছাড়াও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
 
মেয়র জানান, বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৪৫ লক্ষ ৩৬ হাজার ৫১০ টাকা, এর মধ্যে রাজস্ব খাতে মোট আয় ৩৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ শাখার আয় ৭ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫১০ টাকা, তারমধ্যে রাজস্ব খাতে মোট ব্যয় ৩৫ কোটি ৫৯ লাখ ৭৪‌হাজার ৯৯৯ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৪২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা। এছাড়াও নতুন করে কোনো খাতে কর বৃদ্ধি করা হয়নি।
 
এদিকে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট বিষয়ে নাগরিক ভাবনা নিয়ে মতবিনিময় সভায় পটুয়াখালীর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুর রশিদ,  পটুয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষ মুদাচ্ছির বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা কমিটির আহবায়ক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা যুবলীগের সভাপতি অ্যাড. মো. শহিদুল ইসলাম সহ  শহরের বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত উপস্থাপন করেন।
 
এ সময় স্থানীয় পৌরসভাসহ শহরের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।